14 Jan 2025
আমাদের রান্নাঘরে পড়ে থাকা সাধারন উপকরনগুলো হতে পারে চুল চর্চার অন্যতম সঙ্গী।
তার মধ্যে একটি হলো ডিম।ডিম থেকে পাওয়া যায় প্রচুর প্রাকৃতিক প্রোটিন যা চুলকে করে সাস্থ্যজ্জ্বল ও ঝলমলে।
ডিম দিয়ে ঘরোয়া উপায়ে খুব সহজেই কিছু প্যাক তৈরি করা সম্ভব।
**ডিমের প্রোটিন প্যাক
ডিমের প্রোটিন প্যাক তৈরিতে যা যা লাগবে:
দুটি ডিম
আধা কাপ অলিভ অয়েল
আধা কাপ মধু
আধা কাপ টকদই
দুই চামচ ভিনেগার
প্রথমে একটি পাত্রে সব উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে।চুলের গোড়া থেকে আগা পর্যন্ত প্যাকটি লাগিয়ে নিন।শুকিয়ে আসলে
শ্যাম্পু দিয়ে ধুয়ে আলতোভাবে কন্ডিশনার লাগিয়ে নিন।সপ্তাহে একদিন এই প্রোটিন প্যাক ব্যবহারে আপনার চুল হবে ভেতর থেকে সাস্থ্যজ্জ্বল।
**ডিম ও আমলকীর প্যাক
আমলকী বা আমলা চুলের গোড়াকে করে মজবুত।এটি প্রাকৃতিক ভাবে চুল পড়া রোধ করে।এছাড়াওআমলা চুলের আগা ফাটা দূর করে।আর ডিম চুলের প্রোটিনের চাহিদা পূরন করে চুলকে করে সিল্কি ও প্রানবন্ত।এই প্যাক তৈরিতে যা যা লাগবে
একটি ডিম
দুই চামচ আমলকী গুড়া
আধা চামচ মধু
এক চামচ টক দই
একটি পাত্রে ডিম,আমলকী,মধু ও টক দই ভালো ভাবে পেস্ট করে নিতে হবে।একটি ব্রাশের সাহায্যে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত প্যাকটি লাগিয়ে রাখুন আধা ঘন্টা।এরপর শ্যাম্পু করে ফেলুন।কন্ডিশনার লাগাতে ভুলবেন না।ভালো ফল পেতে সপ্তাহে দুই দিন অন্তত এই প্রোটিন প্যাক ব্যবহার করুন।
**ডিম ও হেনা প্যাক
ডিম চুলে যোগ করে বাড়তি প্রোটিন।একই সাথে হেনা বা মেহেদী চুলকে করে মজবুত ও শাইনি।অনেকেই চুলে হেনা ব্যবহার করে থাকেন।এর সাথে ডিম যোগ করলে চুল হবে আরও সুন্দর ও ঝলমলে।
যা যা লাগবে:
একটি ডিম
আধা কাপ হেনা পাউডার
এক চামচ মধু
নারিকেল তেল
সবগুলো উপাদান একত্রে মিশিয়ে নিন।শুকিয়ে না আসা পর্যন্ত রাখুন।যদি এক্সট্রা কালার চান চুলে তবে একটু দীর্ঘ সময় রাখুন।এরপর শ্যাম্পু করে ফেলুন।ভালো ফলাফলের জন্য মাসে দুইবার এই প্রোটিন প্যাকটি লাগান।
আপনার সময়ের মূল্য আমরা বুঝি আর তাই উপরে দেয়া সকল প্রোটিন ট্রিটমেন্টই আপনি চাইলে ঘরে বসেই করাতে পারেন Hiladies.xyz এর মাধ্যমে।আর এ জন্য আপনাকে Hiladies অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে
Eggs are rich in proteins, vitamins, and essential nutrients that can enhance hair beauty. Here are some ways eggs can benefit your hair:
1. Improves Hair Strength
2. Promotes Hair Growth
3. Adds Shine and Smoothness
4. Reduces Hair Fall
5. Fights Dandruff
6. Restores Dry and Damaged Hair
7. Balances Oiliness
Tips for Using Eggs on Hair:
Would you like specific recipes for these treatments?
Leave A Comment
Your email address will not be published. Required fields are marked *